ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় সিদ্দিকুরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় সিদ্দিকুরের সিদ্দিকুর রহমান (বামে)/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ গলফের আগের দুই আসরেও খেলেছেন বাংলাদেশের খ্যাতিমান গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু ওই দুই আসরে প্রত্যাশিতভাবে তাকে জ্বলে উঠতে দেখা যায়নি। প্রথমবার লিডার বোর্ডে ৩৮ নাম্বারে থাকা এই দেশসেরা গলফার দ্বিতীয়বারের ‍টুর্নামেন্ট শেষ করেছিলেন যৌথভাবে ৩৫ নম্বরে থেকে।

তবে সিদ্দিকুর ভক্তদের জন্য সুখবর হলো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র তৃতীয় আসরে তাকে গেল দুই আসরের তুলনায় উজ্জ্বল দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, ‘অবশ্যই আমি চেষ্টা করবো আগের দুই আসরের চেয়ে ভালো করতে।

শুধু আমি নই, বাংলাদেশ থেকে অংশ নেয়া সকল গলফার এই আসরে অসাধারণ কিছু করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ’

...টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (৩০ জানুয়ারি) তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। সিদ্দিকুর আরও বলেন, ‘আমি আমার কিছু কৌশল বদলানোর কথা ভাবছি। বিশেষ করে সুইং। এই জায়গাটায় নতুন কিছু সংযোজনের চেষ্টা করবো। আমি ভালভাবেই প্রস্তুতি নিচ্ছি। ’

দেশের বাইরে থেকে যারা অংশ নিতে এসেছে তাদের বিপক্ষে শিরোপা জেতা কতটা চ্যালেঞ্জি হবে? এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর বলেন, ‘যারা অংশ নিতে এসেছে ওদের বিপক্ষে ভালো কিছু করতে খুব বেশি সমস্যা হবে না। আশা করি, সব কিছু ঠিক থাকবে। কারণ আমি ওদের সাথে হরহামেশাই খেলি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।