ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দারুণ একটি দিন কাটিয়েছি: সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দারুণ একটি দিন কাটিয়েছি: সিদ্দিকুর সিদ্দিকুর রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র দ্বিতীয় দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলে দাপুটে একটি দিন শেষ করেছেন সিদ্দিকুর রহমান। প্রথম দিন যেখানে পারের সমান খেলে যৌথভাবে ২৯তম ছিলেন সেই পশ্চাতপদতা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে ফিরে পেয়ে দিনটিকে ‘দারুণ’ বলে আখ্যায়িত করলেন লাল-সবুজের এই দেশসেরা গলফার।

টুর্নামেন্টের বাকি দুই দিন ঠিক একই ছন্দে খেলতে পারলে ভালো কিছু হবে বলেই তিনি বিশ্বাস করেন, ‘আজকে যেই ছন্দে আমি বল মেরেছি তাতে আমি খুশি। আমি যে ট্রেনিং করেছি এবং কৌশলের পরিবর্তন করেছি তাতে কাজ হয়েছে।

এই ছন্দ ধরে রাখতে পারলে ভালো করতে পারবো। ’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজের ম্যাচ শেষে কুর্মিটোলা গলফ ক্লাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
      
দ্বিতীয় দিনে নিজের পারফরম্যান্স সম্পর্কে গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘সামনে কি হবে জানি না তবে আজকের খেলাটা আমি উপভোগ করেছি। গতকালও উপভোগ করেছি তবে গতকাল শট গেম ভালো হয়নি যা আজকে হয়েছে। ’

বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় আসর শুরুর আগে সিদ্দিকুর বলছিলেন প্রতিদিনই পারের চেয়ে ৫ শট কম করে খেলবেন। এমন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন প্রথম দিন করতে না পারলেও দ্বিতীয় দিনে ঠিকই করেছেন।

যা লিডার বোর্ডের শীর্ষে থাকার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মনে করন তিনি, ‘আমি আমার খেলাটা ভালো খেলতে চেষ্টা করেছি। কিন্তু এর পেছনে ওরকম একটি পরিকল্পনা ছিল, যার জন্য এমন ফলাফল হয়েছে। এই খেলাটা যদি বাকি দুইটা দিন চালিয়ে যেতে পারি তাহলে লিডার বোর্ডের শীর্ষে থাকার কাজটি সহজ হয়ে যাবে। ’

দ্বিতীয় দিনের খেলায় সিদ্দিকুর ৬টি বার্ডি পেলেও ১টি বগির হতাসাও তাকে সঙ্গী করে নিতে হয়েছে। তবে ‘বগি’কে খেলারই অংশ বলে মনে করেন তিনি, ‘এটা খেলারই একটা অংশ। তবে যতটা পরিহার করা যায় ততই ভালো। তারপরেও বলবো দিনটা দারুণ ছিল আমার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

আরও পড়ুন...দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালেন সিদ্দিকুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।