ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেরা রাউন্ডের অপেক্ষায় দুলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
সেরা রাউন্ডের অপেক্ষায় দুলাল দুলাল হোসেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ গলফের তৃতীয় আসরে এরই মধ্যে দুই রাউন্ডের খেলা শেষ করেছেন বাংলাদেশি গলফার দুলাল হোসেন। তবে ঠিক যেন তা নিজের প্রত্যাশানুযায়ী হয়নি। প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে যৌথভাবে ২৯তম হয়ে দিন শেষ করা দুলাল দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন পারের চেয়ে ১ শট কম খেলে।

তবে হাল ছাড়ছেন না দুলাল। টুর্নামেন্টের বাকি আরও দু’দিন।

প্রথম দু্ই রাউন্ডে না হলেও বাকি দুই দিনের মধ্যেই নিজের সেরা রাউন্ডটি খেলতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন, ‘আরও দুই দিন আছে। আমি আমার সেরা রাউন্ডের জন্য অপেক্ষা করছি। এই দুই দিনে আট আন্ডার পার করতে পারলে ভাল কিছু হবে। ’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি এসব কথাই তুলে ধরেন।

দ্বিতীয় রাউন্ডের খেলায় দিনের শুরুটা খুবই বাজে করেছেন দুলাল। প্রথম নয় হোলের চারটিতে বগি নিয়ে অনেকটাই ব্যাকফুটে ছিলেন। তবে নিজেকে ফিরে পেয়েছেন পরের নয় হোলে যেখানে ছিল একটি ঈগলের মারও। যা দিন শেষে তাকে পারের চেয়ে একটি শট কম খেলে কাটের আশা বাঁচিয়ে রেখেছে বলে তিনি মনে করেন।  

‘শুরু থেকেই আমি খারাপ খেলেছি। প্রথম নয় হোলের তিনটিতেই পার ওভার খেলেছি। আমি যে পরে কাভার করতে পারবো সেটা আশা করিনি। তবে শেষ ৯ হোলে আমি চার আন্ডার পার খেলে সেটা কিছুটা কাভার করতে সক্ষম হয়েছি। ’

পারের চেয়ে এক শট কম খেলে দুলাল দ্বিতীয় রাউন্ড শেষ করলেও এই রাউন্ডে দুর্দান্ত খেলেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে পাঁচ শট কম খেলে লিডার বোর্ডে নিজের অবস্থান সুসংহত করেছেন। বিষয়টি নিয়ে খুব বেশি আফসোস করলেন না স্বদেশী এই গলফার। জানালেন, পার্টিং ঠিক হলে সিদ্দিকুরের মতোই দাপুটে একটি দিন শেষ করতে পারতেন।

‘আমার পার্টিং ঠিক থাকলে সিদ্দিকুরের মতো পাঁচ আন্ডার পার নিয়েই শেষ করতে পারতাম। শেষ কয়েকটা হোলে আমার পার্টিং খারাপ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।