ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ডেও শীর্ষে ওয়াটানান্দ, পাঁচে সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দ্বিতীয় রাউন্ডেও শীর্ষে ওয়াটানান্দ, পাঁচে সিদ্দিকুর বসুন্ধরা গলফ ওপেনের দ্বিতীয় রাউন্ডেও শীর্ষে জ্যাজ ওয়াটানান্দ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন প্রথম রাউন্ডে শীর্ষে থাকা থাই গলফার জ্যাজ ওয়াটানান্দ। পারের চেয়ে ১১ শট কম খেলে লিডার বোর্ডের চূড়ায় অবস্থান করছেন তিনি।

ওয়াটানান্দের পরেই আছেন ভারতের শুভঙ্কর শর্মা। পারের চেয়ে ১০ শট কম খেলে প্রথম রাউন্ডের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ভারতীয় গলফার।

আর পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে দুই থাই গলফার র‌্যাটানন ওয়ানাশরিচান ও প্যানুফোল পিত্তাইরাত।

এদিকে, প্রথম দিনের তুলনায় জ্যামিতিক হারে নিজেকে ফিরে পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে পারের সমান খেলে যৌথভাবে ২৯তম এই দেশসেরা গলফার দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন পারের চেয়ে ৫ শট কম খেলে যৌথভাবে পাঁচ নম্বরে থেকে। সিদ্দিকুরের সমানসংখ্যক স্কোর নিয়ে পাঁচে থাকা অপর গলফার হলেন যুক্তরাষ্ট্রের ডজ কেমার।

প্রথম রাউন্ডের তুলনায় নিজের দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন দুলাল হোসেনও। প্রথম রাউন্ডে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে ২৯তম হওয়া এই বাংলাদেশি গলফার দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন ২২তম হয়ে।   

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।