ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে তিনে সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
দুর্দান্ত প্রত্যাবর্তনে তিনে সিদ্দিকুর সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে তৃতীয় রাউন্ডের শুরুটা সিদ্দিকুর রহমান যেভাবে করেছিলেন তাতে বারবার একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছিলো, দিন শেষে লিডার বোর্ডের সেরা ১০ জনের মধ্যে থাকতে পারবেন তো? হ্যাঁ, তিনি পেরেছেন।

দিনের প্রথম ছয় হোলে দুইটি বগি পাওয়া এই দেশসরা গলফার তৃতীয় দিন শেষ করেছেন লিডার বোর্ডের তিনে থেকে। পারের চেয়ে তিন শট কম খেলে মোট ৮ আন্ডার পারে লিডার বোর্ডে দাপুটে অবস্থান নিশ্চিত করেছেন সিদ্দিকুর।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে ১ নম্বর হোল থেকে টি অফের মধ্য দিয়ে দিন শুরু করেন সিদ্দিকুর। ৪ পারের এই হোল শেষ করতে তাকে খেলতে হয়েছে একটি বেশি শট। ব্যতিক্রম ছিল না দ্বিতীয় হোলও। ৪ পারের হোলটি শেষ করতেও তাকে খেলতে হয়েছ ৫টি শট।

তবে তৃতীয় হোল দিয়ে খেলায় ফেরেন এই লাল-সবুজের গলফার। পারের সমান শট খেলে তৃতীয় হোল শেষ করে সাত নম্বর হোল পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখেন।

দিনের প্রথম বার্ডির দেখা পান ৮ নম্বর হোলে এসে। পরের হোলেও পেয়ে যান আরেকটি বার্ডি। ১০ নম্বরটি পারের সমান খেলার পর ১১ নম্বরে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। ১২ নম্বর হোল পারের সমান খেলে ১৩ ও ১৪ নম্বরে পান ব্যাক টু ব্যাক বার্ডি।

তবে ১৫ নম্বর হোল তাকে কিছুটা হতাশ করেছে। কেননা এই হোলে এসে দিনের তৃতীয় বগি সিদ্দিকুরকে লিডার বোর্ডে পিছিয়ে দেয়। তবে ওই শেষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৬ ও ১৭ নম্বর হোল পারের সমান শটে শেষ করে ১৮তম হোল দিয়ে দিনের ষষ্ঠ বার্ডি তুলে নিয়ে তিন নম্বরে থেকে তৃতীয় রাউন্ড শেষ করেছেন সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

আরও পড়ুন...শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।