ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এটা আমার অন্যতম অর্জন: সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
এটা আমার অন্যতম অর্জন: সিদ্দিকুর সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের শুরুটা যতটা খারাপ হয়েছে, শেষটা তার চেয়েও ভালো হওয়ায় দারুণ উচ্ছ্বাসিত স্বাগতিক গলফার সিদ্দিকুর রহমান। প্রথমবারের মতো বসুন্ধরা গলফে রানারআপ হওয়ার গৌবর অর্জন করেছেন লাল-সবুজের এই গলফার। তাই নিজের এই পারফরমেন্সকে দেখছেন বিশেষ কিছু হিসেবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজের খেলা শেষে এভাবেই তিনি গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, ‘প্রথম দিনটা ভালোভাবে শেষ হয়নি।

তবে, পরে আমি ভালোভাবেই ফিরে এসেছি। তাই আমার মনে হয় এটা আমার একটা অন্যতম অর্জন। হোম কন্ডিশনে দ্বিতীয় হয়েছি, সবকিছু মিলিয়ে আমি খুব খুশি। ’

বসুন্ধরা গলফের এই আসরে তৃতীয়স্থানে থেকে সিদ্দিকুর যখন তৃতীয় দিনের খেলা শেষ করেন, তখনই স্বাগতিক দর্শকদের মনে একটি বাড়তি প্রত্যাশা এসেছিল, হয়তো শিরোপা জিততে পারেন সিদ্দিকুর।
সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতাই চতুর্থ দিনে সিদ্দিকুরের খেলা দেখতে কুর্মিটোলা গলফকোর্সে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটা স্বাভাবিক দর্শকরা পাশে থাকলে যে কোন খেলোয়াড়ই বাড়তি চাপে থাকেন, কিন্তু সিদ্দিকুর বিষয়টিকে নিয়েছেন অন্যভাবে।
সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিনি যোগ করেন, ‘দর্শক কোনো বাড়তি চাপ সৃষ্টি করেনি বরং তারা আমাকে উৎসাহ যুগিয়েছে। আমি তাদের দ্বারা ভীষণভাবে উৎসাহিত হয়েছি বলেই এমন পারফরমেন্স এসেছে। ’

বাংলোদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।