ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হলো দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শুরু হলো দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার (০৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৭’। পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এবং বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার আশিক-আল-মামুনসহ অন্যান্যরা।

 

উদ্বোধনী দিনে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ২-০ সেটের ব্যবধানে হারিয়েছে সাউথ পয়েন্ট স্কুলকে। আর খুলনা জেলা একই ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। এদিকে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ২-০ সেটে হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। আর সাতক্ষীরা জেলা ২-১ সেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।  

দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মহিলা বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।