ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপে আবারও ফাইনালে ইউল্যাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপে আবারও ফাইনালে ইউল্যাব

ঢাকা: দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ইউল্যাবের রাজধানীর মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মুখোমুখি হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

একই মাঠে দুপুর ১টা ৩০মিনিটে ইউল্যাবের মুখোমুখি হয় স্টেট ইউনিভার্সিটি।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে আইইউবি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। জবাবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৮ রান করে। ১১৯ রানের টার্গেটে খেলতে নেমে আইইউবি তিন উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২১ রান সংগ্রহ করে।

আইইউবি’র রাফসান দলের পক্ষে ৩৫ বলে ৩৫ রান করেন ও বল হাতে চার ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নেন। ম্যাচ সেরা হন আইইউবি’র রাফসান।

দিনের দ্বিতীয় ম্যাচে স্টেট ইউনিভার্সিটিকে ৩৫ রানে হারায় ইউল্যাব।

টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৭ রান করে ইউল্যাব। ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে স্টেট ইউনিভার্সিটি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ইউল্যাবের অভিক ৪১ বলে ৫১ রান করেন ও একটি উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন।

আগামী বুধবার ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে সকাল ১০টা ৩০ মিনিটে ইউল্যাব মুখোমুখি হবে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির।

অনলাইন আপডেট ও লাইভ স্কোর জানতে ভিজিট করা যাবে http://cricket.ulab.edu.bd এই ঠিকানায়।

অপরদিকে সোমবার ৬ ফেব্রুয়ারি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সকাল ১১টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মুখোমুখি হবে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।