ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘উদীয়মান হকি খেলোয়াড় নিয়ে আপাতত ক্যাম্পেইন নয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘উদীয়মান হকি খেলোয়াড় নিয়ে আপাতত ক্যাম্পেইন নয়’ ছবি:সংগৃহীত

সদ্য হয়ে গেল ২৬ তম জাতীয় হকি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় দেশের ৩৯ টি জেলা দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের পরে সেরা উদীয়মান খেলোয়াড়দের নিয়ে ক্যাম্পেইন করার কথা ছিল। তা আপাতত হচ্ছে না। আসন্ন বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডের পর থেকে ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা করছে ফেডারেশন।

আগামী মার্চের ৪-১২ তারিখ পর্যন্ত দেশে বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডের আয়োজন হবে। আপাপত সেই দিকেই নজর ফেডারেশনের।

হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান গভর্নিং কমিটির সদস্য খাজা রহমতুল্লাহ বাংলানিউজকে এ কথা জানান। তিনি বলেন, ‘আপাতত সামনে বিশ্ব হকি লিগ নিয়ে ভাবছি। এর পরেই আমরা যুব হকি টুর্নামেন্টের সেরাদের নিয়ে ক্যাম্পেইনের আয়োজন করবো। ’ তবে নির্দিষ্ট কত তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হবে তা বলতে পারেননি তিনি। আরও যোগ করেন, ‘হকি লিগের পরেই এটা সিদ্ধান্ত হবে। ’ 

এ ক্যাম্পে কারা প্রাধান্য পাবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিকেএসপির খেলোয়াড়রা এমনইতেই প্রাকটিসের মধ্যে থাকে। আমরা চেষ্টা করবো বিকেএসপির বাহিরের সেরা উদীয়মান খেলোয়ারদের নিয়ে কাজ করার।  

এর আগে টুর্নামেন্ট আয়োজন শেষে বাহফের সাধারণ সম্পাদক আবদুস সাদেক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রত্যেক দল থেকে ছয় জন সেরা উদীয়মান খেলোয়ার নিয়ে ক্যাম্পেইন শুরু করবো। ’

গত বছর দারুণ কেটেছে হকি ফেডারেশনের। গত বছরের শুরুতেই এসএ গেমসে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। জাতীয় দল হংকংয়ে এএইচএফ কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। তবে ভালো দল গড়ার ক্ষেত্রে খেলোয়াড়ের পাইপলাইন মজবুত করা জরুরি বলে মনে করেন বিকেএসপির হকির ম্যানেজার কাউসার আলী। তিনি জানান, ‘অনেক জায়গায় যদি হকির খেলা হতো তাহলে অনেক ভালো খেলোয়াড় উঠে আসতো। জাতীয় দল আরও শক্তিশালী হতো। ’

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭ 
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।