ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

খেলা

‘আফ্রিকান’ নাচে বিশ্বকাপ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
‘আফ্রিকান’ নাচে বিশ্বকাপ শুরু .

৪০ দলের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে এত বড় আয়োজন ছিল না আগে। আয়োজক দেশ যখন বাংলাদেশ, অাতিথেয়তার জায়গায় কোনও ছাড় নেই। এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ বিশ্বদরবারে বিরল নজির সৃষ্টি করেছিল। তাই দেশের উষ্ণ অভ্যর্থনা যেন আমন্ত্রিত খেলোয়াড়দের শরীরী ভাষায় স্পষ্ট দেখা মিলছিল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) চতুর্থ রোল বল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগেও তাই গানের তালে তালে আগত খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ছিলেন। নেচে গেয়ে গ্যালারি মাতিয়ে রাখছিলেন।

কেউ কেউ তো বিশ্বখ্যাত ডোয়াইন ব্রাভোর 'চ্যাম্পিয়ন' নাচও দিচ্ছিলেন। গ্যালারি যেন টইটম্বুর অবস্থা। আনন্দের রঙে রঙিন পুরো মাঠ। এ এক অভুতপূর্ব দৃশ্যের অবতারণা। আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে দেখা গিয়েছে অন্য রকম উন্মাদনা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উৎফুল্ল ছিলেন তারা।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে ৪র্থ রোল বল বিশ্বকাপের উদ্বোধন হলো জাকজমক ভাবেই। উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শক্তিশালী দল হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

শুক্রবার বিকেল ৩টায় গুলিস্তানস্থ শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বাংলাদেশ পুরুষ দলের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বাংলাদেশ নারী দলের মিশন নেপালের বিপক্ষে।

নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বের ৪০ দল অংশ নেবে এই আসরে। ছয়দিন ব্যাপী চলবে টুর্নামেন্ট। ২৩ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও মহিলা দল সহ মোট ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। যেখানে নারী দল ২৭ টি ও পুরুষ দল ৩৯ টি।

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আবুল কালাম আজাদ জানান, 'স্বাগতিক দেশ হিসেবে আগের চোয়ে ভালো করবার চেষ্টা করবো। দেড় মাস থেকে প্রাকটিসের মধ্যে আছে ছেলেমেয়েরা। এর মাঝে ভারত ও নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। জয়ও পেয়েছে। আমরা পূর্ণ প্রস্তুত। '

মিরপুর আউডডোর স্টেডিয়াম, গুলিস্তানস্থ হ্যান্ডবল স্টেডিয়াম ও পাশেই বহুল ব্যয়ে নব্য নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম এই তিনটি ভেন্যুতে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে।

মাট আটটি গ্রুপ করা হয়েছে। পুল ডিতে আছে বাংলাদেশ পুরুষ দলের সঙ্গে আছে মিয়ানমার, ভুটান, ফিজি ও হংকং। গ্রুপ পর্বের খেলা লিগ সিস্টেমে হবে। এবং গ্রুপের সেরা দুই দল নক আউট পর্বে চলে যাবে। প্রি কোয়ার্টার ফাইনালের জয়ী ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল, জয়ী চারদল সেমিতে, জয়ী দুই দল খেলবে ফাইনাল। তারপর সেমি ফাইনালে পরাজিত দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের সমাপনী হবে। তিনি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বিশ্বকাপের সমাপনী ঘোষণা দেবেন।

প্রথমবারের ন্যায় বাংলাদেশে এই আসর আয়োজন করতে যাচ্ছে।  প্রতি দুই বছর অন্তর রোল বল বিশ্বকাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল রোল বল ফেডারেশন। ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক এবং এর পরের দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। তৃতীয়বারের মতো এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ দল। আর নারী দলের এটি দ্বিতীয়।

ভারতের পুনে শহরে অনুষ্ঠিত তৃতীয় আসরে বাংলাদেশের সেরা সাফল্য সপ্তম স্থান অর্জন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।