ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক মান মানছে না বিশ্বকাপ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আন্তর্জাতিক মান মানছে না বিশ্বকাপ! .

রোল বলের আন্তর্জাতিক মানের হিসেব মতে প্রতি ম্যাচে এক ঘণ্টা করে খেলার কথা থাকলেও তা মানা হচ্ছে না চতুর্থ রোল বল বিশ্বকাপের ম্যাচগুলোতে। খেলানো হচ্ছে মাত্র ৩০ মিনিট। এ বিষয় নিয়ে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া চতুর্থ রোল বল বিশ্বকাপের প্রথম দিনে রয়েছে ১৫টি ম্যাচ। আর প্রত্যেক ম্যাচের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে ৩০ মিনিট।

ইংল্যান্ড দলের খেলোয়াড় রাহুল বাংলানিউজকে ম্যাচের সময় স্বল্পতার বিষয়টি নিয়ে অভিযোগ তুলে ধরেন, ‘এত দূর থেকে টুর্নামেন্ট খেলতে এসে এতো কম সময় খেলবো ভাবতে পারছিনা। এটা এমন হওয়া উচিত নয়। সময় বাড়ানো উচিত। '

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, '১৫ মিনিট করেই আসলে টাইম। এটাই আদর্শ সময়। '

বিশ্বকাপে নিয়োজিত আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের অফিসিয়াল রেফারি ইউজিলাহ জেবেথ চিমির ভাষ্য, 'রোল বলের আন্তর্জাতিক সময় এক ঘণ্টা'।

তবে আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের এক কর্মকর্তা কৃষাণের মতে, ‘মোট ১৩৭টি ম্যাচ হবে। ১ ঘণ্টা করে সময় দিলে সময়ের মধ্যে বিশ্বকাপ শেষ করা সম্ভব হবে না। এজন্য অনেকগুলো দেশ অংশগ্রহণ করায় সময় সংক্ষেপ করা হয়েছে। গ্রুপ ম্যাচগুলো আধাঘণ্টা হলেও নকআউট পর্বে পুরো সময় দেয়া হবে। তাছাড়া ২৩ তারিখে বাংলাদেসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিধায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। '

কিন্তু, এ বিষয়ে আগাম কোন নির্দেশনা কোনও দলকেই দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।