ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টনের পুরস্কার রিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টনের পুরস্কার রিতরণ ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টনের পুরস্কার রিতরণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও ইএসডিও এর আয়োজনে স্টেশনক্লাব চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপত্বিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এছাড়া উপস্থিত ছিলেন- ইএসডিও’র নিবার্হী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক মাজেদ জাহাঙ্গীর অপু, নূরনবী দুলাল প্রমুখ।

খেলায় ৩২টি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় টাউন ক্লাব চ্যাম্পিয়ন ও লিবার্টি ক্রীড়া সাহিত্য সংসদ রানার আপ হয়।

বিজয়ীদের হাতে পুরস্তার তোলে দেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।