ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

মায়ানমারকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মায়ানমারকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোলবল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ পুরুষ দল। হংকং, ভুটানের পর মায়ানমারকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এদিন মায়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

রোববার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত জয় তুলে নেন হৃদয়-আসিফরা।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৯-১ গোলে জয় পায় বাংলাদেশ। আর গতকাল ভুটানকে ৯-২ ব্যবধানে হারায়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।