ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

যুব ভলিবলে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
যুব ভলিবলে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা যুব ভলিবলে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে যুব ভলিবল সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ২৫-১৫, ২৫-১৪ ও ২৫-১৭ সেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।

এর আগে এই মাঠে সেমিফাইনালেও তারা সিলেট জেলাকে ২৫-২১, ২৫-১৭ ও ২৫-১৫ সেটে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম।

ভলিবল উপ-কমিটির সভাপতি মর্তুজা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নাজমুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও ফটিক মিয়া।

রোববার দুপুরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের  উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।