ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেনেগালের বিপক্ষে হেরে চতুর্থ রোল বল বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ রোল বলের নারী দল। প্রথম হারের মধ্যদিয়ে বিদায় নিল স্বাগতিকরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে আফ্রিকার দেশ সেনেগালের সঙ্গে হিয়াদের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। অর্থাৎ শীর্ষ আটের লড়াইয়ে মাঠে নামেন হিয়া-নুসরাতরা।

৩-৬ ব্যবধানে হেরে শেষ আটে যাওয়ার স্বপ্ন থেকে ছিটকে যায় তারা।

তবে লড়াই করেই হেরেছে মেয়েরা। কাউন্টার অ্যাটাকে অনেকগুলো সুযোগ নষ্ট করেছে হিয়ারা। প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের সাথে ওয়াকওভার পেয়েছিল বাংলাদেশ। এরপর শেষ ১৬’তে ওঠে তারা।

এদিকে, দুরন্ত গতিতে আছে বাংলাদেশ রোল বলের পুরুষ দল। টানা চার ম্যাচ জয়ে সেরা আটের লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামবেন আসিফরা

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।