ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা সমাপ্ত ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘ওয়ালটন ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা-২০১৭’ শেষ হয়েছে। পুরুষ বিভাগের সাতটি ওজন শ্রেণি থেকে ১২ জন ও মহিলা বিভাগের পাঁচটি ওজন শ্রেণি থেকে ৫ জন আসন্ন জাতীয় বক্সিং প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।

পুরুষ বিভাগের সাতটি ওজন শ্রেণির মধ্যে ২৫-২৯ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আশিফ ও গোলাবাড়িয়া বক্সিং ক্লাবের মো: সাহেদ মাহমুদ রাজু। ৩৫ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো: কামাল হোসেন ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের মো: ইসনান আহম্মেদ ইয়ামিন।

৪২ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো: মনির হোসেন ও স্যার মতিন বক্সিং ক্লাবের রিমন খান অরণ্য।

৪৫ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন খিঁলগাও প্রগতি সংঘের ইমরানুল ইসলাম ফয়সাল ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের মো: সোহেল রানা। ৪৮ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো: জোবায়ের হোসেন। ৫১ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন মুন্সি লাল মিয়া বক্সিং ক্লাবের মো: মুস্তাফিজুর রহমান। ৫৪ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার বিদ্যুৎ হোসেন ও তূর্য বক্সিং ক্লাবের আশরাফুল ইসলাম।

এদিকে মেয়েদের ৪০ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার রুপা আক্তার। ৪৫ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জেসমিন আক্তার। ৫০ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যমুনা আক্তার ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গীতা রাণী। ৫৫ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জান্নাত আরা।

পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন সাধারণ সম্পাদক এম.এ কুদ্দস খান, ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের  সহ-সভাপতি সুলতান উদ্দিন আহাম্মদসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।