ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সাভারে বর্ণাঢ্য আয়োজনে শেষ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
সাভারে বর্ণাঢ্য আয়োজনে শেষ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাহ্ উদ্দিন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে সাভারে শেষ হলো তিন দিনব্যাপী ১৩তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট।

টুর্নামেন্টে বিভিন্ন গ্রুপে যথাক্রমে বিজয়ী হয়েছেন ১৮ হোলে লেফটেন্যান্ট কর্নেল মোহায়মেন, ৯ হোলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, ভ্যাটার্ন গ্রুপে ইঞ্জিনিয়ার কে আর মোস্তফা, সুপার সিনিয়র গ্রুপে এম ই এইচ চৌধুরী, সিনিয়র গ্রুপে লে. কর্নেল হাসনাত (অব.), লেডিস গ্রুপে ফাতেমা মতিউর আর জুনিয়র গ্রুপে বিজয়ী শিশু সিনদিত।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সাভার গলফ ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সাভার সেনানিবাসের স্টেশন কমান্ডার ও সাভার গলফ ক্লাবের উন্নয়ন কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাহ্ উদ্দিন। টুর্নামেন্টে বিজয়ীদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাহ্ উদ্দিনসহ অতিথিরা।                                          ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ৭১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ৮১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান, ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মো. শিব্বির আহমেদ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) এএনএম আব্দুল আহাদ।

টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় তিনশ’ গলফার অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
জেডআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।