ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন মালয়েশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
অপরাজিত চ্যাম্পিয়ন মালয়েশিয়া ছবি: সংগৃহীত

বিশ্ব হকির লিগের ২য় রাউন্ডে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসেনি কানাডা। পরে খেলতে আসে মালয়েশিয়া। আর সেই মালয়েশিয়াই দ্বিতীয় রাউন্ডে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। চীনকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে। চীন রানার আপ হয়েছে।

রোববার (১২ মার্চ) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলেছে মালয়েশিয়া।

চীনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে মালয় বাহিনী।

র‌্যাংকিংয়ের দিক থেকে চীনের চেয়ে বেশ এগিয়ে থাকা মালয়েশিয়াকে প্রথমার্ধ্ব ও দ্বিতীয়ার্ধে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চীনের গতির কাছে খাবি খাচ্ছিল মালয়েশিয়া। ৫৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল চীন। ম্যাচের ছয় মিনিট আগে সমতা ফেরায় মালয় বাহিনী।

এরপরে টাইব্রেকার শুট আউটে ম্যাচ গড়ায়। নিয়মানুযায়ী পাঁচটি করে সুযোগ থাকে প্রতি দলের। মালয়েশিয়া একটি সুযোগও নষ্ট করেনি। চীন দুটো মিস করে। এর মাধ্যমে ৫-৩ গোলের কাঙ্ক্ষিত জয় পায় মালয়রা।

এর আগে দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ৫-১ এ হারিয়েছে মিসর। তার আগে ফিজিকে হারিয়ে সপ্তম স্থান অর্জন করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ ঘানাকে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।