ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্বাধীনতা কাপ হ্যান্ডবলে পুলিশ ও বিজেএমসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
স্বাধীনতা কাপ হ্যান্ডবলে পুলিশ ও বিজেএমসির জয় ছবি: সংগৃহীত

স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৭ (পুরুষ ও মহিলা) গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। শুক্রবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ ও মহিলা বিভাগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ পুলিশ দল ৩৩-১৭ গোলে বাংলাদেশ লাল দলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৭-০৯ গোলে এগিয়ে ছিল।

মহিলা বিভাগের খেলায় বিজেএমসি দল ২৮-১১ গোলে বাংলাদেশ লাল দলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৮-০৮ গোলে এগিয়ে ছিল।

উল্লেখ্য, ওয়ালটন স্বাধীনতা কাপ হ্যান্ডবলের পুরুষ ও মহিলা বিভাগে চারটি করে দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, কোয়ান্টাম, বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ। মহিলা বিভাগের দলগুলো হলো- বিজেএমসি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ। লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।

উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেওয়ার পাওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।