ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সাভারে পর্দা উঠলো গলফ টুর্নামেন্টের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সাভারে পর্দা উঠলো গলফ টুর্নামেন্টের ছবি: সংগৃহীত

সাভার গলফ ক্লাবে পর্দা উঠলো চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের। শুক্রবার (৩১ মার্চ) সকালে সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) সহ সাভার সেনানিবাস ও ওয়ালটন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পৃষ্ঠপোষকতায় আছে, আগামীতেও থাকবে।

বাংলাদেশে তরুণদের মাঝে গলফ নিয়ে উৎসাহ তৈরি করতে কাজ করবে ওয়ালটন। এজন্য খেলোয়াড়দের প্রাথমিক পর্যায় থেকেই পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেওয়া হবে। ’

চতুর্থবারের মতো ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করায় ওয়ালটন গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ। ওয়ালটনের এমন উদ্যোগ দেশে আন্তর্জাতিকমানের গলফার তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় দুই শতাধিক গলফার অংশ নিয়েছেন। ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস ও জুনিয়র। বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ৩২টি পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।