ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেল-ভিকারুননিসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেল-ভিকারুননিসা ছবি: সংগৃহীত

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পোলার আইসক্রীম-এর পৃষ্ঠপোষকতায় ‘পোলার আইসক্রীম ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০১৭’ শেষ হয়েছে। গত ৩০ মার্চ থেকে শুরু হয় এই টুর্নামেন্ট।

সোমবার (৩ এপ্রিল) ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল, রানার্স-আপ হয়েছে সেন্ট গ্রেগরীজ হাইস্কুল।

অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, রানার্স-আপ হয়েছে স্কলাসটিকা (উত্তর)।

বালক বিভাগের ফাইনালে সানিডেল ১৯-১৬ গোলে সেন্ট গ্রেগরীজ হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ৯-৭ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সংগ্রাম ৮টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে তাহসিন, তানভির ও আসিফ ৪টি করে গোল করেন। টুর্নামেন্টে বালক বিভাগে সানিডেল স্কুলের সংগ্রাম সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।

বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ দল ১১-০৩ গোলে স্কলাসটিকা (উত্তরা) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১০-০১ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে ফাতেমা ৬টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে নোহা ২টি গোল করেন। বালিকা বিভাগে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ফাতেমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সিইও শাহ মাসুদ ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম নূরুল ফজল বুলবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।