ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিজয়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিজয়ীরা খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিজয়ীরা

খুলনা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফলে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। যার ফলে গঠনতন্ত্র অনুসারে লটারিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে কাজী শামীম আহসানকে।

কাজী শামীম আহসান ছাড়া এ পদে সমান সংখ্যক ভোট পাওয়া অপর প্রার্থী হলেন এস এম মোয়াজ্জেম রশিদী দোজা। দু’জনই ১০৭ করে ভোট পান।

 

নির্বাচনে দারা-রফিকুল-শামীম-মোতালেব-সুজন পরিষদের সম্মিলিত ক্রীড়া সংগঠকের অধিকাংশ প্রার্থী বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে ২২০ জন ভোটারের মধ্যে ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সোমবার (০৩ এপ্রিল) সকাল ৯টায় জেলা স্টেডিয়াম ভবনের দ্বিতীয় তলায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। আর মধ্য রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম।

এবারের নির্বাচনে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ ও খুলনার ক্লাব সংগঠক পরিষদ নামে দু’টি প্যানেল অংশগ্রহণ করে। সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বে দারা-রফিকুল-শামীম- মোতালেব-সুজন এবং খুলনার সব ক্লাব সংগঠক পরিষদের নেতৃত্বে রয়েছেন  তপন-সাইফুল-মুনসুর- গোলাম-দোজা।  

জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার বলে সংস্থার সভাপতি। সাধারণ সম্পাদকই সংস্থার নির্বাহী প্রধান। সাধারণ সম্পাদক ছাড়া ৪টি সহ-সভাপতি, একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক, দু’টি যুগ্ম সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, ১৩টি নির্বাহী সদস্য এবং ৪টি সংরক্ষিত সদস্যসহ মোট ২৬টি পদে ভোট হয়েছে।

নির্বাচনে ৪টি সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন- অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম (১৩৩ ভোট), এস এম মোর্তজা রশিদী দারা (১২৫ ভোট), মুস্তাফিজুর রহমান বাবলু (১০৪ ভোট) ও আজমল আহমেদ তপন (১০২ ভোট)।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন- মোতালেব মিয়া (১২৬ ভোট), যুগ্ম সম্পাদকের দু’টি পদে শেখ হেমায়েত উল্লাহ (১২৫ ভোট) ও জিএম রেজাউল ইসলাম (১১৪) বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসান জহির মুকুল বিজয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- খালেদীন রশিদী সুকর্ন, মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, সুজন আহমেদ, মনোয়ার আলীমনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম এনামুল কবির, কণক রহমান, মোস্তাফিজুর রহমান ফিরু, ফয়সাল আহমেদ পপা ও এস এম ওয়াহিদুর রহমান বাবু।

উপজেলা কোটার সদস্য পদে জয়ী হয়েছেন- খান নজরুল ইসলাম ও এস এম কামরুজ্জামান। এছাড়া সংরক্ষিত মহিলা কোটায় জয়ী হয়েছেন পারভীন রহমান পান্না ও শাহানাজ ফামেতা আজাদ মৌরী।

আগামী ৪ বছর খুলনার ক্রীড়াঙ্গনে নির্বাচিত এ কমিটি নেতৃত্ব দেবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।