ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নওগাঁয় ভলিবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
নওগাঁয় ভলিবল টুর্নামেন্ট শুরু ভলিবল টুর্নামেন্ট শুরু-ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহরের নওজোয়ান মাঠে জেলা ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নওগাঁ চেম্বারের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ব্যবসায়ী হাছানুর আল মামুন ও মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ।

টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় নওগাঁ শেখ রাসেল স্মৃতি সংসদ ও ইদু অটোজ দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।