ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আমিরাতে শুরুটা ভালো হয়নি ফাহাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
আমিরাতে শুরুটা ভালো হয়নি ফাহাদের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুবাইয়ে অনুষ্ঠানরত দাবা প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ফাহাদ রহমানের। ভেনেজুয়েলার গ্র্যান্ডমাস্টারের কাছে হেরেদুবাই ওপেন শুরু করেছেন বাংলাদেশের এই ফিদে মাস্টার।

দুবাই ওপেনের ১৯তম আসরে সংযুক্ত আরব আমিরাতে চেস অ্যান্ড কালচারালক্লাবে প্রথম রাউন্ডে ভেনেজুয়েলার গ্র্যান্ডমাস্টার এদুর্দো ইতুরিসাগা বোনেলির কাছেহেরে গেছেন ফাহাদ।

বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের সঙ্গে ৪২ জন গ্র্যান্ডমাস্টার, ৬জনমহিলা গ্র্যান্ডমাস্টার ও ৩৩ জন ইন্টারন্যাশনাল মাস্টারসহ ৪২টি দেশের ২১৪ জনদাবাড়ু লড়ছেন।

দ্বিতীয় রাউন্ডে ফাহাদকে লড়তে হবে ভারতীয় দাবাড়ুর বিপক্ষে। পরবর্তী রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ভারতের সামবিত পান্ডা।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।