ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনমন, উদ্বেগে হর্তারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনমন, উদ্বেগে হর্তারা র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনমন-ছবি:সংগৃহীত

একদিকে ৩২ বছর পর এশিয়া কাপের আয়োজনের খবরে যখন হকি ফেডারেশনে আনন্দের জোয়ার সেখানে একটু ধাক্কা খেল বাংলাদেশ হকি ফেডারেশেন (বাহফে)। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনমন। ৩২ থেকে ৩৪।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ওমানের এক ধাপ উন্নতি। তিন দিন আগে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) কর্তৃক প্রকাশিত হিরো ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৩৪, যা আগে ছিল ৩২।

ওমান বর্তমানে ৩০-এ। যা আগে ছিল ৩১। সান্ত্বনা একটাই। বাংলাদেশ রয়েছে ইতালির ওপরে। তাদের র‌্যাংকিং ৩৫।

এতেই শঙ্কিত হকি বোদ্ধারা। জার্মান ট্যুর, অস্ট্রিয়া ও পোল্যান্ডের সাথে প্র্যাকটিস ম্যাচ, বিদেশি কোচিং স্টাফ, কোটি কোটি টাকার খেলা, নতুন করে আবার জার্মানের পথে যাত্রা যাবতীয় সুযোগ-সুবিধাদি সত্ত্বেও কেন দুই ধাপ অবনমন।  

সাধারণত এফআইএইচ র‌্যাংকিং তালিকায় ৩৫টি দেশের নাম প্রথমেই একসাথে দেখা যায়। এভাবে চলতে থাকলে হয়তো অচিরেই সেই তালিকা থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশের হকি!

নতুন সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির কাড়ি কাড়ি টাকা খরচ করতে এবং বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এফডিআর ভাঙতে কোনো দ্বিধা করছে না। তাহলে কেন তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা। যাদের বলে কয়ে হারাতো বাংলাদেশ, সেই ওমান উন্নতি করছে ধীরে ধীরে। তাদের সুযোগ-সুবিধাও আহামরি কিছু নয়।

সাবেক কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় ও প্রশিক্ষকেরা খেলোয়াড়দের আন্তরিকতার অভাব, দেশপ্রেম, পরিকল্পনা, আন্তর্জাতিক মানের আর্থিক সুবিধা না পাওয়াকেই দায়ী করলেন। তিন বছর আগেও বাংলাদেশের অবস্থান ছিল ২৯। কেউ কেউ মনে করছেন, খেলোয়াড়েরা খেলার চেয়ে টাকার দিকেই বেশি ঝুঁকছে। খেলোয়াড়দের টাকার দরকার আছে সত্যি তাই বলে ধ্যানজ্ঞান হকিতে থাকবে না কেন। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টুতে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবসায় জড়ানো হয়েছে। হকির ইতিহাসে যেটি প্রথম ঘটল।

নতুন পরিকল্পনায় রয়েছে খেলোয়াড়দের দল বেঁধে জার্মানি যাওয়া। যাদের বলা হয়েছে, তারা ইতোমধ্যে স্বপ্ন দেখতে শুরু করেছে। এটি নিঃসন্দেহে ভালো দিক। যেকোনো খেলোয়াড় দেশের বাইরে গেলে কিছু না কিছু শিখবে, উপকৃত হবে। সবচেয়ে বেশি আগ্রহ ইউরোপ ভ্রমণ ও টাকা উপার্জন। এখন কেউ যদি বলে এটি ঠিক না। তাহলেই তো হিতে বিপরীত হবে। যারা যেতে পারবেন না তারা কি মন থেকে হকি খেলবেন ? সেটি হোক না এশিয়া কাপ কিংবা আরো কোনো টুর্নামেন্ট। মুখের গ্রাস কেড়ে নেয়ার মতো ব্যাপার হবে। এসব পরিকল্পনা করার আগে, স্বপ্ন দেখানোর আগে ভালো করে ভাবতে হবে হকি কর্তাদের।

চলতি বছরই ঢাকার মাঠে এশিয়া কাপের আসর। মর্যাদাপূর্ণ এ আসরে বাংলাদেশ ভালো কিছু করতে না পারলে র‌্যাংকিং যে আরো পেছাবে তা বলার অপেক্ষা রাখে না। তাই আগ থেকেই বাহফেকে ভাবতে হবে কী করা উচিত।

এদিকে আরেকটি সুষ্ঠুভাবে আন্তর্জাতিক হকি আয়োজনে এবং তৃণমূলে হকি পরিচালনার জন্য বাংলাদেশকে আজলান শাহ মেমোরিয়াল ট্রফি দিয়ে পুরস্কৃত করলো এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।