ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপিতে তৃণমূল কাপ বক্সিং ও টেবিল টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বিকেএসপিতে তৃণমূল কাপ বক্সিং ও টেবিল টেনিস বিকেএসপিতে তৃণমূল কাপ বক্সিং ও টেবিল টেনিস

তৃণমূল পর্যায় থেকে খুদে মেধাবী বক্সিং ও টেবিল টেনিস খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে বিকেএসপি’তে এক দিনের বক্সিং  ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ এপিল) সকালে প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোশারফ হোসেন মোল্লা টেবিল টেনিস প্রতিযোগিতা ও বক্সিং খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক শামীমা সাত্তার মিমু, বক্সিং বিভাগের সিনিয়র কোচ, টেবিল টেনিস বিভাগের কোচ জনাব মোস্তফা বিল্লাহ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনী লি. এর পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও সংশ্লিষ্ট বিভাগের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

বক্সিং প্রতিযোগিতায় ১০টি জেলার মোট ৬০ জন বক্সার অংশগ্রহণ করেন। বিকেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বক্সিং ও টবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

বক্সিং প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। দল গুলো হলো দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, রংপুর জেলা ক্রীড়া সংস্থা , পোলিস্টার ক্লাব (দিনাজপুর) ও এমবিসি বক্সিং প্রশিক্ষণ কেন্দ্র (রাজশাহী)।

প্রতিযোগিতায় এমবিসি বক্সিং প্রশিক্ষণ কেন্দ্র (রাজশাহী) ৪টি স্বর্ণ পদক নিয়ে চ্যাম্পিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ রানার আপ হবার গৌরব অর্জন করে। রাজশাহী জেলার অনন্য শ্রেষ্ঠ বক্সার ও বেস্ট লুজারের পুরস্কার পান চাপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম।

বিকেএসপির  আরেক ভেন্যুতে আয়োজন ছিল তৃণমূল পর্যায় থেকে খুদে ক্রীড়া মেধা অন্বেষণের টেবিল টেনিস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১৪ টি দলের ৪৪ জন খুদে টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করে। দলগুলো হলো চট্টগ্রাম, নড়াইল, মাগুরা, ঠাকুরগাঁও, খুলনা, পাবনা, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, রাঙ্গামাটি, নারায়নগঞ্জ, ঢাকা, গোপালগঞ্জ ও বার্না টেবিল টেনিস ক্লাব (ঢাকা)। প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার দিগন্ত রাজশাহী জেলার রাজকে ৩-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

৪৪ জনের মধ্যে প্রথম ৮ জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এরা হলেন দিগন্ত, রাজ, জনি, মুগ্ধ, উৎস, রুদ্র, হাসিব ও রিফাত।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।