ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সরকার থেকে ফ্ল্যাট পাচ্ছেন মাবিয়ারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সরকার থেকে ফ্ল্যাট পাচ্ছেন মাবিয়ারা সরকার থেকে ফ্ল্যাট পাচ্ছেন মাবিয়ারা

সেই কান্নার দৃশ্যটি মনে আছে? এসএ গেমসে কষ্টার্জিত স্বর্ণজয়ের পর চোখের জল অবলীলায় গড়িয়ে পড়ছিলো মাবিয়া আক্তারের। এসএ গেমসে এভাবে স্বর্ণ জয়ের মাধ্যমে দেশের গৌরব বয়ে এনেছিলেন আরও দু’জন ক্রীড়াবিদ। শ্যূটার শাকিল আহমেদ ও সাঁতারু মাহফুজ খাতুন শিলা।

দেশকে গৌরবান্বিত করায় তাদেরকে ফ্ল্যাট উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণা সত্যি হতে যাচ্ছে।



দেশের এই তিন ক্রীড়াবিদ উপহার হিসেবে পেতে যাচ্ছেন ফ্ল্যাট। উত্তরায় নির্মিত হচ্ছে সেই ফ্ল্যাট। মূল ফ্ল্যাটে উঠার আগেই হাতে পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার- ফ্ল্যাট ভাড়ার অর্থের চেক। আগাম তিন মাসের জাতীয় ক্রীড়া পরিষদের অন্য একটি ফ্ল্যাটে থাকার ভাড়ার চেক হাতে পেলেন মাবিয়ারা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিনটি তাই বিশেষভাবেই লেখা থাকবে মাবিয়া-শাকিল-শিলার জীবন পঞ্জিকায়। প্রথমবারের জাতীয় ক্রীড়া দিবসে নিজেদের হাতে ফ্ল্যাটের ভাড়ার চেক। গুলিস্তানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পল্টন ময়দানের ডান পাশে নবনির্মিত রোলার স্কেটিং কমপ্লেক্সে তাদের হাতেই দেয়া হলো সেই চেক।

সকালে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা এবং জাতীয় ক্রীড়া পরিষদের পতাকা উত্তোলণ এবং বেলুন ও কবতুর উড়িয়ে দিনের সূচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ মঞ্চেই তিন ক্রীড়াবিদের হাতে প্রতিমন্ত্রী তুলে দেন অর্থের চেক।

পূর্ব ঘোষণানুযায়ী ফ্ল্যাট পাচ্ছেন এসএ গেমসে স্বর্ণ জয়ী এই তিন ক্রীড়াবিদ। রাজধানীর উত্তরায় চলছে সেই স্বপ্নের ফ্ল্যাটের নির্মাণ কাজ। তবে কাঙ্খিত ফ্ল্যাটে পা রাখতে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে মাবিয়াদের। তবে কোনো সমস্যা হচ্ছে না। ফ্ল্যাটে উঠার আগে জাতীয় ক্রীড়া পরিষদের বিশেষ ফ্ল্যাটে থাকার সুযোগ পাচ্ছেন তারা। সেজন্য অর্থের চেক পেয়েছেন শাকিলরা। তিন মাসের আগাম ভাড়া। এ অপেক্ষা সাময়িক। তবে মধুর। স্বপ্নের ফ্ল্যাটের চাবি হাতে পেতে এমন মধুর সাময়িক অপেক্ষা করতেই পারে মাবিয়া-শাকিল-শিলারা।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।