ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

উদীয়মান খেলোয়াড়দের ভবিষ্যত শঙ্কায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
উদীয়মান খেলোয়াড়দের ভবিষ্যত শঙ্কায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এর আগেও ফেডারেশন থেকে বলা হয়েছিল এশিয়া কাপের আগে কোনো প্রিমিয়ার লিগ হচ্ছে না। তারপরেও এশিয়া কাপের আগেই হকি প্রিমিয়ার লিগের আয়োজন করা নিয়ে তোড়জোড় করেছিল বাহফে। তবে ফেডারেশনের সেই ডাকে সাড়া দেয়নি শীর্ষ ক্লাবগুলো। আর তাতে শঙ্কায় পড়েছে উদীয়মান হকি খেলোয়াড়দের ভবিষ্যত।

দেশের হকি খেলোয়াড়দের রুটি-রুজির সম্বল এই ঘরোয়া লিগের আয়োজন করবে বলে মনে করেছিল ফেডারেশন। তাতে ক্লাবগুলোকেও আমন্ত্রণ জানায় দেশের হকির সর্বোচ্চ সংস্থা।

তাতে সাড়া মিললো নেহাতই। যার ফলে এ বছরের ঘরোয়া লিগের আয়োজন এখন ধোঁয়াশার মধ্যে বিরাজ করছে। দোদুল্যমান অবস্থায় আছে।

ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে ক্লাবগুলোর আলোচনা হলেও বেশিরভাগ ক্লাবই আসেনি। তার মধ্যে মোহামেডান, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ান্ডারার্স ও ভিক্টোরিয়া ক্লাব রয়েছে।

বাকী ক্লাবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঘরোয়া হকি লিগের দলবদল নিয়ে আলোচনা হয়েছে। অক্টোবরে এশিয়া কাপের পর হবে দলবদল। ক্লাবকাপ ও প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া হকির আয়োজন শুরু হবে।

এবার বিদেশি কোটা পাঁচ থেকে চারজন করার চিন্তা আছে ফেডারেশনের। তবে এ নিয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতায় ঘরোয়া হকি থেকে আরেকটি বছর প্রায় হারিয়ে যেতে বসেছে। শঙ্কায় আছে উদীয়মান খেলোয়াড়দের ভবিষ্যত।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।