ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপিতে ২০১৬’র সেরাদের পুরস্কার প্রদান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিকেএসপিতে ২০১৬’র সেরাদের পুরস্কার প্রদান বিকেএসপিতে ২০১৬’র সেরাদের পুরস্কার প্রদান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০১৬ সালের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে। ২০১৬ সালে বর্তমান প্রশিক্ষণার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যারা অবদান রেখেছেন এমনই ১১ জনকে দেয়া হয়েছে বিকেএসপি সেরা খেলোয়াড়-২০১৬ এর পুরস্কার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম এ সকল উদীয়মান খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন।

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন আরচ্যারিতে-হিরামনি, জিমন্যাসটিকে-নূরবানু, টেনিসে-আফরানা ইসলাম প্রীতি, হকিতে- আরশাদ হোসেন, ফুটবলে- ফাহিম মোরশেদ, শ্যূটিং এ-তুরিং দেওয়ান, ক্রিকেটে-নাহিদা আক্তার, অ্যাথলেটিক্সে- শেখ আশরাফুজ্জামান রসি, ভলিবলে-মো: রিদওয়ান রহমান, জুডোতে-তসলিমা তাবাছ্ছুম ও সুইমিং এ মো: আরিফুল ইসলাম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।