ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

১২তম বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
১২তম বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার ছবি: সংগৃহীত

টেকনাফ ফিশারিজ জেটি থেকে সেন্টমার্টিন দ্বীপের জেটি পর্যন্ত ১৬.১ কিলোমিটার আয়তনের স্থানটির নামকরণ করা হয়েছে বাংলা চ্যানেল। এখানেই গেল ১১ বছর ধরে আয়োজিত হচ্ছে ম্যারাথন সাঁতার। তারই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১১ এপ্রিল) শুরু হচ্ছে বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার।

মঙ্গলবার সকাল ৯টায় টেকনাফ ফিশারিজ জেটি থেকে শুরু হবে এ সাঁতার। শেষ হবে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে।

তার আগে সোমবার (১০ এপ্রিল) দুই ঘণ্টা অনুশীলন করেন ওয়ালটন বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতারে অংশ নিতে যাওয়া সাঁতারুরা।

মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯টায় শুরু হবে এবং ১৬.১ কিমি দূরে সেন্টমার্টিন দ্বীপ জেটিতে গিয়ে শেষ হবে। বাংলা চ্যানেলের আবিস্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হক (১৯৪৯-২০১৩) স্মরণে আয়োজিত এই সাঁতারে এবার পাঁচজন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেবেন। তারা হলেন গত ১১ বছরে ১১ বার পাড়ি দেওয়া লিপটন সরকার, ৪ বার পাড়ি দেওয়া ফজলুল কবির সিনা, ৫ বার পাড়ি দেওয়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান ও ২ বার পাড়ি দেওয়া শামছুজ্জামান আরাফাত। সাঁতারের দলনেতা হিসাবে দায়িত্ব পালন করবেন লিপটন সরকার। নেভিগেশন ও রেসকিউ টিম লিডারের দায়িত্ব পালন করবেন সাজ্জাদ খান রনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।