ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চার সাঁতারু পাড়ি দিলেন বাংলা চ্যানেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
চার সাঁতারু পাড়ি দিলেন বাংলা চ্যানেল ছবি: সংগৃহীত

ষড়জ অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ালটন বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার-২০১৭’। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টায় টেকনাফ ফিশারিজ জেটি থেকে শুরু হয় এ ম্যারাথন সাঁতার। দুপুর ২টার পরে সেন্টমার্টিন দ্বীপে গিয়ে শেষ হয় এই সাঁতার।

বাংলা চ্যানেলের আবিস্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হক (১৯৪৯-২০১৩) স্মরণে আয়োজিত এই সাঁতারে এবার পাঁচজন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা থাকলেও একজন শারীরিক অসুস্থতার কারণে পাড়ি দিতে পারেননি। যে চারজন সফলভাবে ম্যারাথন সাঁতার সম্পন্ন করেছেন তাদের মধ্যে দলনেতা লিপটন সরকার ৪ ঘন্টা ৪০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন।

এ নিয়ে ১২ বারই তিনি বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব দেখান।  

আরেক সাঁতারু ফজলুল কবির সিনাও ৪ ঘন্টা ৪০ মিনিটে চ্যানেল পাড়ি দেন। তিনি এ নিয়ে পঞ্চমবারের মতো ম্যারাথন সাঁতারে অংশ নিলেন। ছয়-ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান সকাল ৯.৪০ মিনিটে সাঁতার শুরু করে ১.৩০ মিনিটে শেষ করেন। আরেক সাঁতারু শামছুজ্জামান আরাফাত ৪ ঘন্টা ১০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

সাঁতারের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন লিপটন সরকার। নেভিগেশন ও রেসকিউ টিম লিডারের দায়িত্ব পালন করেছেন সাজ্জাদ খান রনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।