ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পানছড়ি ফুটবল একাডেমির পাশে খাগড়াছড়ি জোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
পানছড়ি ফুটবল একাডেমির পাশে খাগড়াছড়ি জোন নগদ অর্থ অনুদান দিচ্ছেন খাগড়াছড়ি জোন অধিনায়ক জি এম সোহাগ পিএসসি/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ফুটবল একাডেমির পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জোন।

একাডেমির খেলোয়াড়দের জার্সি কেনার জন্য নগদ অর্থ অনুদান দিয়েছেন খাগড়াছড়ি জোন অধিনায়ক জি এম সোহাগ পিএসসি।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সদর জোন সদরদপ্তরে এ নগদ অর্থ দেওয়া হয়।

অর্থ গ্রহণ করেন ফুটবল একাডেমির কোচ ও পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু।

এর আগে পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন আয়োজিত জোন কমান্ডার কাপ ফুটবলের ফাইনালে পানছড়ি ফুটবল একাডেমির খেলোয়াড়দের খেলা দেখে জোন কমান্ডার মুগ্ধ হয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।