ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

গোল্ড পেল সাতক্ষীরার হা‌সিব, ব্রোঞ্জ প্রা‌প্তির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৩, ২০১৭
গোল্ড পেল সাতক্ষীরার হা‌সিব, ব্রোঞ্জ প্রা‌প্তির গোল্ড পেল সাতক্ষীরার হা‌সিব, ব্রোঞ্জ প্রা‌প্তির

সাতক্ষীরা: ‌ক্রি‌কে‌টে  সৌম্য, মোস্তা‌ফিজ কিংবা  ফুটব‌লের গোল মে‌শিন খ্যাত সা‌বিনার উজ্জল পারফরম্যা‌ন্সে সাতক্ষীরা‌কে  চি‌নে‌ছিল  বিশ্ববাসী। এবার ঠিক একইভা‌বে ব‌ক্সিং‌য়ে সাতক্ষীরার নাম উজ্জ্বল কর‌লো হাসিবুল হাসান হাসিব ও আফরা খন্দকার প্রাপ্তি।

সম্প্র‌তি বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে ও বিকেএসপি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ২২তম বালক জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ সাতক্ষীরার ইটাগাছার শাহ আলমের ছেলে হাসিবুল হাসান হাসিব বাংলাদেশের সেরা বক্সার হিসাবে গোল্ড পদক পেয়েছে।

অপরদিকে, ৪র্থ বালিকা জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্সের মে‌য়ে আফরা খন্দকার প্রাপ্তি ব্রোঞ্জ পদক পেয়েছে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ‌কেএম আ‌নিছুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, সাতক্ষীরা খে‌লোয়াড় তৈ‌রির উর্বর ক্ষেত্র। ক্রি‌কেট, ফুটবল, ভ‌লিব‌লে সাতক্ষীরা বরাবরই  ভাল ক‌রে এ‌সে‌ছে।  এর সা‌থে যুক্ত হ‌লো ব‌ক্সিং।

এ‌দি‌কে, এক বিবৃ‌তি‌তে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি ও জেলা প্রশাসক আবুল কা‌শেম মো. ম‌হিউ‌দ্দিন এবং সাধারণ সম্পাদক এ‌কেএম আ‌নিছুর গোল্ড ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত দুই বক্সার কে অ‌ভিনন্দন জা‌নি‌য়েছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।