ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বড় জয় পেল ঢাকা ও ময়মনসিংহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ৬, ২০১৭
বড় জয় পেল ঢাকা ও ময়মনসিংহ ছবি: সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা শিক্ষাবোর্ড ও ময়মনসিংহ জেলা। ৩১তম জাতীয় হকি গোল্ড কাপের গ্রুপপর্বের ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে এ দুই দল। এছাড়াও অন্য দুটি ম্যাচে জয় পেয়েছে কুড়িগ্রাম ও ফরিদপুর।

শনিবার (০৬ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে।

এদিন মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ম্যাচে ঠাকুরগাঁওকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে কুড়িগ্রাম।  

দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরাকে ৮-২ গোলের ব্যবধানে পরাজিত করে বড় জয় তুলে নিয়েছে ময়মনসিংহ। রাহাত, ইসমাইল ও তানভীর করেছেন দুটি করে গোল।

দিনের তৃতীয় ম্যাচে ফরিদপুরও জয় পেয়েছে। নারায়ণগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে এই জেলা। মুসা মিয়া করেছেন দুটি গোল।

দিনের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

রোববার কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। আগামী সোমবার (০৮ মে) সাতক্ষীরার বিপক্ষে মাঠে নামবে ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জের বিপক্ষে ঢাকা, ময়মনসিংহের বিপক্ষে কুড়িগ্রাম ও ফরিদপুরের বিপক্ষে চট্টগ্রাম।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৬ মে ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।