ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এককভাবে শীর্ষে ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৯, ২০১৭
এককভাবে শীর্ষে ফাহাদ ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৭তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও বালিকা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা মঙ্গলবার (০৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

ওপেন বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে ৪জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন।

এরা হলেন ময়মনসিংহের সুব্রত বিশ্বাস, অনতা চৌধুরী, সিরাজগঞ্জের মোঃ নাঈম হক ও ঢাকার তাহসিন তাজওয়ার জিয়া।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ইকরামুল হক সিয়াম, চট্টগ্রামের আকিব জাওয়াদ ও মুশফিক ইসলাম জিহান তৃতীয় স্থানে রয়েছেন।

এদিকে, বালিকা বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে তানজিনা আক্তার তানি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে বগুড়ার প্রতিভা তালুকদার নরসিংদীর নোশিন আঞ্জুম দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ওয়ালিজা আহমেদ তৃতীয় স্থানে রয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সুব্রত ফিদে মাস্টার ফাহাদের সাথে ভালো অবস্থানে থেকেও জয়ী হতে পারেননি। পরবর্তীতে ফাহাদ ৪৭ চালে জয়ী হন। অনতা আব্দুল্লাহ আল রাইসনকে, নাঈম ইয়াসির আলী খান ইভানকে, তাহসিন ইনকিয়াদ হাসান অর্নবকে, সিয়াম সর্নাভো চৌধুরীকে, আকিব দিহানকে পরাজিত করেন। জিহান কৌশিকের বিরুদ্ধে ওয়াক ওভার পান। বালিকা বিভাগে তানি প্রতিভাকে নোশিন খুশী আক্তারকে, ওয়ালিজা জান্নাতুল ফেরদৌসকে, নুশরাত জাহান আলো শ্রাবনী ফাতেমা-তুজ-জোহরাকে, মোছাম্মৎ ঝর্না বেগম ইশরাত জাহান নিশিকে, ইশরাত জাহান দিবা সাদিয়া আফরিন সামিয়াকে এবং কাজী জেরিন তাসমিন মোছাম্মৎ রাবেয়া আক্তারকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ০৯ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।