ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাকি-দিশার হাত ধরে বাংলাদেশের স্বর্ণ পদক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বাকি-দিশার হাত ধরে বাংলাদেশের স্বর্ণ পদক ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান ইসলামী সলিডারিটি গেমসের প্রথম দিনে শ্যুটিং থেকে এসেছিল রৌপ্য পদক। রাব্বি হাসান মুন্নার রৌপ্যকে ছাড়িয়ে এবার গেমসে লাল-সবুজ পতাকা ওড়ালেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

রোববার (১৪ মে) মিশ্র দলগত ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের এ দুই শ্যুটার। ইসলামী সলিডারিটি গেমসে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়।

বাছাইয়ে বাকি ২৫৮.৫ ও দিশা ২৫৮.৩ স্কোর গড়েন। দুজন মিলে ৫১৬.৮ স্কোর গড়ে তৃতীয় হয়ে ফাইনালে ওঠেন। বাকি ও দিশা জুটি আজ ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে।

প্রথম তিনটি শটে বাংলাদেশের এই জুটি যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে অবশ্য ইরানি জুটি তুলে নেন ২১ পয়েন্ট। এরপর আবারও টানা দুটি শটে বাকি-দিশা জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে ছিনিয়ে নেন সোনার পদক।

এছাড়া, ৫১৪.৭ স্কোর গড়ে বাছাইয়ে ষষ্ঠ হয়ে পদকের লড়াইয়ে উঠেছিলেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না-মাহফুজা জান্নাত জুঁই জুটি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।