ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পঞ্চম রাউন্ডে চীনে বাংলাদেশিদের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
পঞ্চম রাউন্ডে চীনে বাংলাদেশিদের পরাজয় পঞ্চম রাউন্ডে চীনে বাংলাদেশিদের পরাজয়

চীনের চেঙ্গডু শহরে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ২০১৭ এবং বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৮ এর কোয়ালিফায়িং ইভেন্টস এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৭ এর ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

এই রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় আড়াই পয়েন্ট ও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।

মহিলা বিভাগে পঞ্চম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ৫ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা কোনো পয়েন্ট পাননি।

মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব (রেটিং-২৪৫২) ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিকেয়ান মুরালির (রেটিং-২৫৮৫) কাছে এবং গ্র্যান্ড মাস্টার রাকিব (রেটিং-২৫০৩) তুর্কমিনিস্তানের আন্তর্জাতিক মাস্টার আতাবায়েভ স্যাপারমাইরাতের (রেটিং-২৪২২) কাছে হেরে যান।

মহিলা বিভাগে লিজা (রেটিং-২১০৯) চীনের দু ইউজিনের কাছে (রেটিং-২০৪৬) কাছে ও ইভা (রেটিং-১৯১২) কিরগিজিস্তানের ওমুরবেকুভা ডায়ানার কাছে (রেটিং-১৯৭৭) কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।