ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ঢাবিতে সূর্য সেন হল প্রিমিয়ার লীগ শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
ঢাবিতে সূর্য সেন হল প্রিমিয়ার লীগ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সূর্য সেন হল (এসপিএল) প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মুহসীন হল খেলার মাঠে এর উদ্বোধন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজিভিত্তিক আটটি দল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের আয়োজন করেছে হল শাখা ছাত্রলীগ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম সরোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আবিদ আল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় ছাত্রলীগের কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত খেলার সুযোগ করে দিচ্ছে ছাত্রলীগ। আর এ টুর্নামেন্টের মাধ্যমে হলের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ সম্পর্ক আরো দৃঢ় হবে।  

মোতাহার হোসেন প্রিন্স বলেন, খেলাধুলার চর্চা কমে যাওয়ায় শিক্ষার্থীরা বর্তমানে জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। তাদের সুস্থ মননের বিকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে।

টুর্নামেন্টের আটটি দলের মধ্যে ‘গ্রুপ এ’তে রয়েছে- লালন স্কোয়াড, বরিশাল কিংস, নাসিরাবাদ একাদশ ও বগুড়া কিংস।  আর ‘গ্রুপ বি’ এ রয়েছে- জয় বাংলা একাদশ ঢাকা, সুন্দরবন এক্সপ্রেস, চিটাগং ব্লাক বারনার্স ও দুরন্ত রাজশাহী।

উদ্বোধনী দিনে লালন স্কোয়াড বনাম বরিশাল কিংস এবং জয় বাংলা একাদশ ঢাকা বনাম সুন্দরবন এক্সপ্রেসের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।