ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামলো অ্যাথলেটদের মিলনমেলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
পর্দা নামলো অ্যাথলেটদের মিলনমেলার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৭ শেষ হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২১ জুলাই) শুরু হওয়া এই প্রতিযোগিতার আজ পর্দা নামলো।

দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় প্রথম দিনে ১৭টি ইভেন্টে খেলা সম্পন্ন হয়। প্রথম দিন বাংলাদেশ সেনাবাহিনী ০৯টি স্বর্ণ, ০৮টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক নিয়ে প্রথম স্থান অর্জন করে।

এছাড়া, বাংলাদেশ নৌবাহিনী ০৬টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ জেল ০১টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০২টি ব্রোঞ্জসহ মোট ০৫টি পদক নিয়ে তৃতীয় হয়েছিল। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমপ্রতিযোগিতার দ্বিতীয় দিন ১০০মিটারে আবারও স্বর্ণ পদক নিয়ে ৬ষ্ঠ বার দ্রুততম মানব হন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মেজবাহ আহমেদ এবং শিরিন আক্তার দ্রুততম মানবী হয়ে ৫ম বার এই খেতাব ধরে রাখেন।

দুই দিনে বাংলাদেশ সেনাবাহিনী ১৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হতে বাংলাদেশ নৌবাহিনী ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক পেয়েছে।

এদিকে বাংলাদেশ জেল ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করে। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএবারের শ্রেষ্ঠ অ্যাথলেট (পুরুষ): আল আমিন (বাংলাদেশ সেনাবাহিনী): ১৫০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।  

শ্রেষ্ঠ অ্যাথলেট (মহিলা): সুমি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী): ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।