ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ক্যারমের চ্যাম্পিয়ন হেমায়েত-আফসানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
ক্যারমের চ্যাম্পিয়ন হেমায়েত-আফসানা ক্যারমের চ্যাম্পিয়ন হেমায়েত-আফসানা

বাংলাদেশ ক্যারম ফেডারেশন আয়োজিত ২৯ ও ৩০ জুলাই দুই দিনব্যাপী সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট ২৬৬ নং মওলানা ভাসানী ষ্টেডিয়াম ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে (২-১) সেটে পুরুষ (একক) বিভাগে হেমায়েত মোল্লা চ্যাস্পিয়ন হন এবং মোহাম্মদ আলী রবিন রানার-আপ হন। তৃতীয় স্থান লাভ করেন মো: সানোয়ার হোসেন।

এদিকে, মহিলা (একক) বিভাগে ইডেন কলেজের আফসানা নাসরীন চ্যাম্পিয়ন, ফারহানা নাসরিন লিপি রানার-আপ, ইডেন কলেজের সাবিনা আক্তার তৃতীয় স্থান লাভ করেন।

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে চট্রগ্রাম, সিলেট, বাগেরহাট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের ৪০ জন পুরুষ এবং মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে প্রাইজমানি ও পুরস্কার বিতরণ করেন দেশ টেভির সিনিয়র বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ আশরাফ আহমেদ লিয়ন, ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, চীফ আম্পায়ার ফেরদৌস আখতার ও অন্যান্য কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।