ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

নৌবাহিনীর সুইমিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা সমাপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
নৌবাহিনীর সুইমিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা সমাপ্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর ‘সুইমিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৭’ চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খান সুইমিং পুলে সমাপ্ত হয়েছে। 

রোববার (৩০ জুলাই) আট দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়।

সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশ নেয়। প্রতিযোগিতার সমাপনী দিনে সাঁতারে বানৌজা হাজী মহসীন দল ২০১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বানৌজা ঈসা খান ও বানৌজা তিতুমীর দল ১৭৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে রানার্স আপ হয়।

ওয়াটারপোলোতে বানৌজা ঈসা খান দল ৫-৩ গোলে বানৌজা তিতুমীর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের এসসিপিও (মিউজ) মো. আ. হামিদ রিপন সেরা খেলোয়াড় বিবেচিত হন।  

সমাপনী দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।