ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইউরোপিয়ান ট্যুরে বাংলাদেশের প্রতিনিধি আরাফ শার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ইউরোপিয়ান ট্যুরে বাংলাদেশের প্রতিনিধি আরাফ শার্ড ইউরোপিয়ান ট্যুরে বাংলাদেশের প্রতিনিধি আরাফ শার্ড

বাংলাদেশি গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুরে কোয়ালিফাইং স্কুলে যোগ দিচ্ছেন দেশের উদীয়মান গলফার আরাফ শার্ড। আগামী ৩ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও স্পেনে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টটি।

২০১১ সালে লুটারওরথ অ্যামেচার চ্যাম্পিয়নশিপ সহ ইংলিশ গলফে ছয়বার বিজয়ী হয়েছেন আরাফ। এছাড়া পেশাদার গলফার হিসেবে তিনি দুইবার জয়লাভ এবং পাঁচবার সেরা দশে স্থান লাভ করেন।

ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য জামেগা প্রো-ট্যুর ইভেন্টে অংশ নেবেন তিনি।

আরাফ জানান, ‘কোয়ালিফাইং স্কুলে অংশ নেয়ার আগে এ ইভেন্টে খেলে নিজেকে ঝালাই করে নিতে চাই এবং সেখানে ভালো করব বলে আমার প্রত্যাশা। ’

৭ আগস্ট থেকে ইংল্যান্ডের মিল্টন কেনিসে অনুষ্ঠিতব্য জামেগা প্রো-ট্যুরে উইন্ডমিলহিল ওপেন খেলবেন আরাফ। সম্ভাবনাময় এই গলফারের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দেশের আবাসনখাতের অন্যতম কোম্পানি রূপায়ন গ্রুপ। কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরে খেলে বিশ্বজুড়ে রূপায়ন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।