ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

লঙ্কা মিশনে জিয়া-রাকিব-রাজীবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
লঙ্কা মিশনে জিয়া-রাকিব-রাজীবরা লঙ্কা মিশনে জিয়া-রাকিব-রাজীবরা

শ্রীলঙ্কার কলোম্বো শহরে অনুষ্ঠেয় এশিয়ান দাবা ক্লাব চ্যাম্পিয়নস লিগ-২০১৭ তে অংশগ্রহণের জন্য প্রিমিয়ার দাবা লিগ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবের ৬ সদস্য বিশিষ্ট দাবা দল মঙ্গলবার (০১ আগস্ট) কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বাংলাদেশের দলটিতে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান এবং অধিনায়ক কাম অফিসিয়াল ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি রয়েছেন।

আগামী ৩ আগস্ট হতে এ দলগত দাবা ইভেন্টের খেলা শুরু হবে।

এশিয়ার বিভিন্ন দেশের দাবা লিগ চ্যাম্পিয়ন দলসমূহ এ ইভেন্টে অংশ নিচ্ছে। এ ইভেন্টে অংশগ্রহণের সব ব্যয় সাইফ স্পোর্টিং ক্লাব বহন করছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।