ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

চীন যাচ্ছে বাংলাদেশ হকি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
চীন যাচ্ছে বাংলাদেশ হকি দল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

১১ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুশীলন ম্যাচ খেলতে চীন যাচ্ছে বাংলাদেশ হকি দল। রোববার (৬ আগস্ট) থেকে দেশটির গানসু প্রদেশের বিভিন্ন দলের বিপক্ষে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবে জিমিরা।

প্রধান কোচ মাহবুব হারুন ও তার সহকারী আলমগীর আলমের সঙ্গে যাচ্ছেন ২২ খেলোয়াড়। টুর্নামেন্ট শুরুর আগে এখান থেকে ১৮ সদস্যের চূড়ান্ত দল করবেন কোচ।

চীনে প্রস্তুতি ম্যাচ শেষে দল ফিরবে ১৯ আগস্ট। শুরুতে অবশ্য পরিকল্পনা ছিল হকি দলকে ভারত ও মালয়েশিয়া পাঠিয়ে ম্যাচ খেলানোর। পরে মালয়েশিয়ার পরিবর্তে চীন সফরের পরিকল্পনা নেয় ফেডারেশন।

১১ অক্টোবর থেকে ঢাকার মওলানা ভাসানি স্টেডিয়ামে পর্দ উঠবে এশিয়া কাপ হকির দশম আসরের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আয়োজক বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

আর এর মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ ৩২ বছরের এশিয়া কাপ হকি আয়োজনের অপেক্ষার শেষ হচ্ছে। এর আগে ১৯৮৫ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপ হকির।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।