ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্রোঞ্জ পদকে ক্যারিয়ারের ইতি টানলেন গতিদানব বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ব্রোঞ্জ পদকে ক্যারিয়ারের ইতি টানলেন গতিদানব বোল্ট উসাইন বোল্ট

ঢাকা: জ্যামাইকার গতিদানব উসাইন বোল্ট ১০০ মিটারে ক্যারিয়ারের শেষ এককে পরাজিত হলেন চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকান দৌড়বিদ জাস্টিন গ্যাটলিনের কাছে। ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী বোল্ট ট্র্যাক ছাড়লেন ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় হয়ে।

শনিবার (৫ আগস্ট) লন্ডনে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন গ্যাটলিন।

৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে ক্রিস্টিয়ান কোলেম্যান জিতেছেন রৌপ্য।

আর এই ট্র্যাকে চিরঅপ্রতিদ্বন্দ্বী বোল্ট মাঠ ছাড়লেন ৯.৯৫ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়ে।

নিজে জেতার পর বোল্টকে গ্যাটলিনের শ্রদ্ধাঅলিম্পিকে ৮টি স্বর্ণপদকের মালিক বোল্টের ১০০ মিটারে সবশেষ চারবছরে এটাই প্রথম পরাজয়। ১০০ মিটারে অলিম্পিকে ৩টি স্বর্ণপদকের অধিকারী একমাত্র বোল্ট। এছাড়া ২৩টি গুরুত্বপূর্ণ স্বর্ণ পদক জিতেছেন এই সদাআমুদে অ্যাথলেট।

জয়ের পর ‘বো’ করে বোল্টের উদযাপন বিশ্বখ্যাত। ৩০ বছর বয়সী সাড়ে ৬ ফুট উচ্চতার বোল্ট মাত্র ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে বিশ্বরেকর্ড করেন।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।