ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ভারতের গলফ কোর্সে ২৯তম সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
ভারতের গলফ কোর্সে ২৯তম সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক’দিন আগেই জার্মানির হামবুর্গে পোরশে ওপেনে গ্রিন ইগল গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে তৃতীয় হন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই গলফার ভারতের গলফ কোর্সেও দারুণ করলেন।

টেক সলিউশন মাস্টার্সে যৌথভাবে ২৯তম হয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

বেঙ্গালুরুর কনার্টক গলফ অ্যাসোসিয়েশন কোর্সে রোববার (০৬ আগস্ট) চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও দুটি বোগিতে পারের চেয়ে দুই শট কম খেলেন সিদ্দিকুর।

প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৭০তম স্থানে ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে ভালো পারফর্ম করে পারের চেয়ে দুই শট বেশি খেলে এগারো জনের সঙ্গে ৪৯তম স্থানে থাকেন। আর টেক সলিউশন মাস্টার্সে তৃতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

এশিয়ান ট্যুরের তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন থাইল্যান্ডের পুম সাকসানসিন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।