ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মহিলা হ্যান্ডবলের ফাইনালে জামালপুর ও নওগাঁ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
মহিলা হ্যান্ডবলের ফাইনালে জামালপুর ও নওগাঁ ছবি: সংগৃহীত

ওয়ালটন চতুর্থ জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার (০৭ আগস্ট) ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জামালপুর জেলা ২৩-২২ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনালের টিকিট পায়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৫-৮ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।

১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে জামালপুর ও নওগাঁ জেলা। তার আগে মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি ফেডারেশন ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।