ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সাঁতার প্রতিযোগীতায় ১ম কেরানীগঞ্জের শুভাঢ্যা বিদ্যালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
সাঁতার প্রতিযোগীতায় ১ম কেরানীগঞ্জের শুভাঢ্যা বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা উপাঞ্চলিক সাঁতার প্রতিযোগীতায় প্রথম হয়েছে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা উপাঞ্চলের ১২টি জেলার অংশগ্রহণে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৪৬তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নূসরাত আক্তার মিঠু রিলে সাঁতারে প্রথম ও অনিতা মণ্ডল বুক সাঁতারে প্রথম, মুক্ত সাঁতারে দ্বিতীয় ও রিলে সাঁতারে প্রথম হয়ে চারটি পুরস্কার অর্জন করে।

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল বাংলানিউজকে বলেন, ঢাকা উপাঞ্চলিক ৪৬তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগীতায় শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় চারটি পুরস্কার পেয়ে প্রথম হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) আঞ্চলিক সাঁতার প্রতিযোগীতায় প্রথম হলে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।