ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পারলেন না বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
পারলেন না বোল্ট উসাইন বোল্ট

লন্ডনে আয়োজিত এবারের আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) ৪*১০০ মিটারের রিলে চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিশ্বসেরা জ্যামাইকান তারকা উসাইন বোল্ট আহত হয়ে শিরোপা ও স্বপ্ন থেকে ছিটকে পড়লেন। 

কারণ আগেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয় ১২ আগস্টের রিলেতেই শেষবারের মতো ট্র্যাকে নামছেন বোল্ট।

মূল প্রতিযোগিতায় লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে স্বর্ণপদক জিতে নেয় যুক্তরাজ্য।

৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপান।  

উসাইন বোল্ট৪*১০০ মিটারের রিলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফিনিস লাইনে গিয়ে উসাইন বোল্ট পড়ে যান। আহত হলে তাকে হুইল চেয়ারে বসে মাঠ ছাড়তে বলা হলেও হুইল চেয়ারে বসেননি বোল্ট।  

৩০ বছর বয়সী বিশ্বের এই দ্রুতমানব উসাইন বোল্ড এরআগে দুই বছর পর পর হওয়া অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১১টি সোনা জিতেছেন। অলিম্পিকেও আটটি স্বর্ণ রয়েছে বোল্টের দখলে।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭ 
এসজেএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।