ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ব্রোঞ্জ পদকজয়ী শিরিন সুলতানাকে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ব্রোঞ্জ পদকজয়ী শিরিন সুলতানাকে সংবর্ধনা ছবি: সংগৃহীত

আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস কুস্তিতে ব্রোঞ্জপদক জয় করেন বাংলাদেশের শিরিন সুলতানা। মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রি স্টাইলে পদক জয় করেন তিনি। পদকজয়ী এই অ্যাথলেটকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিরিনকে অর্থ পুরস্কার দেয় ওয়ালটন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামসহ অন্যান্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিরিন সুলতানা বলেন, ‘আজকের এই ওয়ালটন গ্রুপের সংবর্ধনায় আমি অভিভূত, অনুপ্রাণিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন গ্রুপের প্রতি ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের প্রতি। সামনে পঞ্চম ইনডোর এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছি। দোয়া করবেন যাতে ভালো করতে পারি। লাল-সবুজের পতাকাকে আবার তুলে ধরতে পারি বিশ্বের দরবারে। সেই দোয়া চাই সকলের কাছে। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘যারা আমাদের দেশের সম্মানকে বহির্বিশ্বে বড় করেছে তাদেরকে আমরা ওয়ালটন পরিবার সব সময় সম্মানিত করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় শিরিন সুলতানা ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ পদক জিতে যে সম্মান বয়ে নিয়ে এসেছে তাকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছি। এর মধ্য দিয়ে অন্যান্য ৩৯টা ফেডারেশনের খেলোয়াড়রা উৎসাহিত হবে। তারা অনুপ্রাণিত হবে আন্তর্জাতিক ইভেন্টে ভালো ফল করতে। বাংলাদেশের ভাবমূর্তিকে বড় করবে। শিরিনের প্রতি আমাদের প্রত্যাশা বেড়ে গেল। আশা করছি ভবিষ্যতেও শিরিন আরো ভালো ফল উপহার দেবে আমাদের। ’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘ওয়ালটন গ্রুপ সুদীর্ঘ কাল ধরে সব ধরণের খেলাধুলায় পৃষ্ঠপোষকা করে আসছে। খেলাধুলাকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রেখে আসছে। একজন কৃতি খেলোয়াড়কে সম্মানিত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ওয়ালটন সব সময় এমন উদ্যোগ নিয়ে থাকে। সে জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শিরিন ইসলামিক সলিডারিটি গেমসে যে ব্রোঞ্জ পদক বয়ে নিয়ে এসেছে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তার এই সাফল্যের জন্য আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবারো ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন গ্রুপকে। ’

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বলেন, ‘আমরা ইসলামি সলিডারিটি গেমসে দুজন মেয়ে ও ছেলে কুস্তিগির পাঠিয়েছে। তার মধ্যে শিরিন ব্রোঞ্জ জিতেছে। অন্যদিকে পাকিস্তান ১৮ জন কুস্তিগির পাঠিয়েছে। তাদের সঙ্গে কর্মকর্তা মিলিয়ে পাকিস্তানের রেসলিং ফেডারেশন ২৪জনকে পাঠিয়েছিল। সেই পাকিস্তানও একটি ব্রোঞ্জ জিতেছে। আমরাও একটি পদক জিতেছি। সীমিত সামর্থের মধ্যেও শিরিনের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। তাকে সংবর্ধনা দেওয়ায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সব সময় আমাদের পাশে থেকে সহযোগিতা করছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।